• এখন থেকে নিজে নিজে করুন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

    Friday, February 8, 2019

    অন্যকে পাঠানো ম্যাসেজ ডিলেট করা যাবে ফেইসবুক ম্যাসেঞ্জারেও



     হোয়াটস্ এপস্ মতো এবার ফেইসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারীও পাবেন নতুন ফিচার।

    অন্যকে পাঠানো ম্যাসেজ ডিলেট করা যাবে অন্য ব্যক্তির মোবাইল থেকে ও।


    এবার হোয়াটস অ্যাপের মতো ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠানো বার্তাও ডিলেট করা যাবে। সামাজিক মাধ্যম ফেসবুক সম্প্রতি তাদের মেসেজিং অ্যাপে ‘আনসেন্ড’ অপশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে কাউকে কোনও বার্তা পাঠানোর ১০ মিনিটের মধ্যে প্রেরক তা ‘চ্যাট থ্রেড’ থেকে ডিলেট করতে পারবেন।


    ডেইলি ন্যাশন পত্রিকা ও বাংলাদেশী কিছু টেক নিউজ পোর্টাল গুলোর এক প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকেই এই নতুন ফিচার চালু হয়ে যাচ্ছে। আইওএস ও অ্যান্ড্রয়েডে মেসেঞ্জারের লেটেস্ট ভার্সন আপডেটের সঙ্গে সঙ্গেই এই নতুন ফিচার আপনা-আপনিই সংযোজিত হয়ে যাবে ম্যাসেঞ্জারে।



    এক্ষেত্রে ফেইসবুকের আরেকটি বহুল প্রচারিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এর মতো এখানেও ব্যবহারকারীর কাছে দুটি অপশন দেওয়া হবে-
    একটি ‘রিমুভ ফর ইউ’,
    অন্যটি ‘রিমুভ ফর এভরিওয়ান’।


    দ্বিতীয় বিকল্পটি বেছে নিলে, যাকে বা যাদের সেই ম্যাসেজ পাঠানো হয়েছিল, ‘চ্যাট থ্রেড’-এ তিনি বা তারা দেখবেন ‘ম্যাসেজ ডিলিটেড’। ঠিক যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয়। ফেইসবুকের ফটো ম্যাসেজিং অ্যাপ ‘ইনস্টাগ্রাম’-এও ‘আনসেন্ড’ ফিচার রয়েছে। যেখানে ব্যবহারকারীরা ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে সকল অংশগ্রহণকারীকে পাঠানো ম্যাসেজ ডিলেট করতে পারেন।






    No comments:

    Post a Comment

    Fashion

    Beauty

    Travel